তিনদিনের পতনের পর উত্থানে ফিরেছে সূচক

গত তিনদিন (রোববার থেকে মঙ্গলবার) পতনের পর আজ মঙ্গলবার (৩০ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের উত্থানে মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স বেড়েছে ৫৪ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শুরুর প্রথম ৩৭ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় এক পয়েন্ট। এরপরে সূচকটির উত্থান আরও বাড়ে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৩ দশমিক ৭৩ পয়েন্ট। দিনশেষে সূচক বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৫২ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৪ দশমিক ৪০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৫ দশমিক ৩৫ পয়েন্টে। আজ বুধবার লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭১৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। বুধবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ছয় হাজার ৪৩৭ কোটি ২৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ ছয় হাজার ২৮১ কোটি ২৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে টির এবং কমেছে ২৫০টির বা ৬৩ দশমিক ৫৭ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ৩৪ কোটি ৮৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৩৪ কোটি ৪২ লাখ টাকা,স্কয়ার ফার্মার ২৩ কোটি ৬১ লাখ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ১৬ কোটি ৪০ লাখ টাকা এবং সী পার্ল বিচের ১৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট কোটি ৮২ লাখ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।