আট কর্মদিবস পর প্রধান সূচকে পতন

আট কর্মদিবস পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতনে আজ রোববারের (২৭ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স কমেছে ৩৭ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। এদিন কমেছে লেনদেনের পরিমাণও।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ২৩ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৪৪ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৪৬ পয়েন্ট। পরে পতন গতি কিছুটা কমে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ৩৭ দশমিক ২১ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৫৪ দশমিক ৮২ পয়েন্টে। গত ১৫ জুলাই সূচক ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬২ দশমিক ২০ পয়েন্টে। টানা আট কর্মদিবস উত্থানের পর গত বৃহস্পতিবার ডিএসইএক্স হয়েছিল পাঁচ হাজার ৩৯২ দশমিক শূন্য চার পয়েন্ট।
আজ ডিএস-৩০ সূচক ৩১ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৮ দশমিক ১৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক আট দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৪ দশমিক ৫৫ পয়েন্টে।
আজ রোববার লেনদেন হয়েছে ৮৬৫ কোটি চার লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। রোববার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ছয় হাজার ৭০২ কোটি ৪৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ আট হাজার সাত কোটি এক লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৭টির এবং কমেছে ২৩২টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিট্রিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ৩১ কোটি ১৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৩ কোটি ৮০ লাখ টাকা, ঢাকা ব্যাংকের ২০ কোটি ৮৬ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বিট্রিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৯৫ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।