সূচক পতনেও মূলধন বেড়েছে তিন হাজার কোটি টাকা

গতকাল রোববারের মতো আজ সোমবারও (২৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন কমেছে লেনদেনের পরিমাণ। তবে আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৯৮৮ কোটি টাকা।
শেয়ার বিক্রির চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৯ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ছয় পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ বাড়ে। এতে সূচকটি উত্থানে ফিরে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৪৮ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৩১ পয়েন্ট। এরপর সূচক ফের পতনে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ২২ দশমিক ৭৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৩২ দশমিক শূন্য ছয় পয়েন্টে। গত ১৫ জুলাই সূচক ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬২ দশমিক ২০ পয়েন্টে। টানা আট কর্মদিবস উত্থানের পর দুইদিন ধরে সূচকটি পতনে রয়েছে।
এছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক ৩৮ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক তিন দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬১ দশমিক ৭৪ পয়েন্টে। আজ সোমবার লেনদেন হয়েছে ৮০৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৮৬৫ কোটি চার লাখ টাকার শেয়ার। সোমবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৯ হাজার ৬৯০ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ছয় হাজার ৭০২ কোটি ৪৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৯টির এবং কমেছে ২৩০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
আজ সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে যমুনা অয়েলের ৩৩ কোটি ৯২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩০ কোটি ৯৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৬৮ লাখ টাকা এবং প্রাইম ব্যাংকের ২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে উত্তরা ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ২৩ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।