আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারের ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সতর্ক

সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে গত আগস্ট মাসে পুঁজিবাজার সংশ্লিষ্ট ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে ২৬ ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠান রয়েছে। বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে একটি চিঠি ইস্যু সতর্ক করা হয়েছে সংশ্লিষ্টদের।
বিএসইসির সূত্রে জানা যায়, সতর্ক করা ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানের নাম জানা যায়নি। বাকী পাঁচ প্রতিষ্ঠান হলো- ন্যাশনাল ব্যাংক, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং তিনটি ব্রোকারেজ হাউজ যথাক্রমে- কনমার্ক, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স ও ইটিবিএল সিকিউরিটিজ। যেসব ২৬ ব্যক্তিকে সতর্ক করা হয়েছে, তারা হলো- ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ আট পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সচিবকে সিকিউরিটিজ আইন যথাযথ পরিপালন করার জন্য সতর্ক করা হয়েছে। এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ চার পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা এবং সচিবকে সতর্ক করা হয়েছে। কনমার্কের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকাউন্ট ইন চার্জকে এবং ইটিবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান-উর-রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা তাওফিক কামাল খান ও ব্রাঞ্চ ম্যানেজার একে মহিন উদ্দিনকে সতর্ক করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট আরও চার জনকে সতর্ক করা হয়েছে।