সূচক পতনেও বাজারে মূলধন বেড়েছে ৩৯৫০ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৮ সেপ্টেম্বর) লেনদেন হয়েছে এক হাজার ৪০০ কোটি টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে পাঁচ দশমিক ৫৬ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে এদিন। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৯৫০ কোটি টাকা।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ৫৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৭ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৫৬ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় দুই পয়েন্ট। বেচার চাপ বাড়ার পর সূচকটি পতনে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় আট দশমিক ৫৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬২৭ দশমিক ৫৯ পয়েন্টে। ডিএসইএস সূচক চার দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২২৫ দশমিক ২১ পয়েন্টে। এ ছাড়া এদিন ডিএস-৩০ সূচক তিন দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯১ দশমিক ৯৮ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে এক হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৩১ হাজার ৫৩ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২৭ হাজার ১০৩ কোটি ২৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৭টির এবং কমেছে ২২৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার শেয়ার। কোম্পানিটির ৭৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ৩৫ কোটি ৭৩ লাখ টাকা, মবিল যমুনার ২৬ কোটি ৫৮ লাখ টাকা, ট্রাস্ট ইসলামী ইন্স্যুরেন্সের ২২ কোটি ৯৯ লাখ টাকা, আইপিডিসির ২২ কোটি ৭৩ লাখ টাকা এবং সী পার্ল বিচের ২০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।