ক্যাপিটাল মার্কেট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএসইসির কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী (১২ থেকে ১৪ আগস্ট) ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএসইসি ও ডিএসই যৌথ উদ্যোগের এই কর্মশালার আয়োজন করে ডিএসই ট্রেনিং একাডেমি।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম, অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান, ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, মহাব্যবস্থাপক ও প্রধান আর্থিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যস্থাপক সৈয়দ আল-আমিন রহমান।
অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম বলেন, পুঁজিবাজারের জন্য স্টক এক্সচেঞ্জ হলো চালিকাশক্তি। স্টক এক্সচেঞ্জ সিকিউরিটিজ ট্রানজেকশনের জন্য প্লাটফর্ম প্রদান করে। বিএসইসি নিজস্ব এবং এক্সচেঞ্জের রুলস ও রেগুলেশনগুলো নিয়ে কাজ করে। আমরা যেসব রুলস এবং রেগুলেশনস নিয়ে কাজ করি সেগুলো যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তবে আমাদের কাজ করতে সহজ হবে। আর এজন্যই আপনারা ট্রেনিংয়ের বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন।
পরবর্তীতে ডিএসই প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের যা কিছু জানার আছে তা নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। আশা করি এই প্রশিক্ষণ থেকে যে জ্ঞান অর্জন করবেন তা আপনাদের কর্মক্ষেত্রে সহায়ক হবে।
৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে ডিএসই ট্রেনিং একাডেমির উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, প্রবৃদ্ধি এবং পুঁজিবাজারের ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে অবহিত করেন। পরবর্তীতে বিভিন্ন সেশনে রেগুলেটরী ডিভিশন, মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন, কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন, ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস ডিভিশন, আইসিটি ডিভিশন ও ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের প্রধানগন তাদের ডিভিশনের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
কর্মশালার শেষদিনে প্রশিক্ষণার্থীরা ডিএসইর বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন ডিএসইর পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান সৈয়দা জাকেরিন বখত নাসির, এনআরসি কমিটির সদস্য মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.), শাহনাজ সুলতানা, মো. শাকিল রিজভী, প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান।