দুই কর্মদিবসে সূচকের উত্থান, মূলধন বেড়েছে ৩৩৬০ কোটি টাকা

সাত কর্মদিবসের পর গত দুইদিন ধরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে রয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) সূচক ডিএসইএক্স বেড়েছে ৫১ পয়েন্ট। আর দুই কর্মদিবসে ডিএসইএক্স বেড়েছে ৮৭ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৩৬০ কোটি টাকা। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ২৭ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৪ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কিছুটা কমে। এতে সূচকের উত্থান গতিও কমে আসে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা পাঁচ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৬ পয়েন্ট। পরে সূচকটির গতি বাড়ে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫১ দশমিক ২৪ পয়েন্ট। দিনশেষে সূচক বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪০১ দশমিক ৪৮ পয়েন্টে। এর আগে সাত কর্মদিবস সূচক ডিএসইএক্সের পতন হয়েছিল। ওই সাত কর্মদিবসে ডিএসইএক্সের পতন হয় ২২২ পয়েন্ট। গত ৩ আগস্ট ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৫৩৬ দশমিক ১৪ পয়েন্টে। এর আগে তিন কর্মদিবস সূচকটির উত্থান হয় ২৩৭ পয়েন্ট। গত ২৯ জুলাই ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ২৯৮ দশমিক ৪৬ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক ৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৭২ দশমিক ৫৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৯৫ দশমিক ৯৫ পয়েন্টে। আজ লেনদেন হয়েছে ৮০১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭০৩ কোটি দুই লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৫ হাজার ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ ১১ হাজার ৬৮৩ কোটি তিন লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২০৫টির এবং কমেছে ১৩৫টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৭ কোটি ৪৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৬ কোটি ৭৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২২ কোটি ৫৮ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের ১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৪৫ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।