সূচকের পতন, লেনদেন ১২৪৭ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ মঙ্গলবার (২৬ আগস্ট) লেনদেন হয়েছে এক হাজার ২৪৭ কোটি টাকা। গত ১২ মাস ১৬ দিন বা ২৩৯ কার্যদিবস পর সেরা আজকের এই লেনদেন। আজ ডিএসইর প্রধান সূচকের পতন হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে সাড়ে ছয় পয়েন্ট। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ২৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৫ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে বিক্রির বাড়ে। এতে সূচকটি পতনে চলে আসে। পরে লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ছয় দশমিক ৫৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪৮ দশমিক ৮৩ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক পাঁচ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৩ দশমিক ৭১ পয়েন্টে। তবে ডিএসইএস সূচক শূন্য দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯০ দশমিক ২২ পয়েন্টে।
আজ মঙ্গলবার লেনদেন হয়েছে এক হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। এর আগে গত বছরের ১১ আগস্ট লেনদেন হয়েছিল দুই হাজার ১০ কোটি আট লাখ টাকা। আজ মঙ্গলবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১২ হাজার ৪২২ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ৬৬১ কোটি ১৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৭টির এবং কমেছে ২১৫টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ২৯ কোটি ৫৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৭ কোটি তিন লাখ টাকা, সোনালী পেপারের ২৬ কোটি ৬০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২৬ কোটি ৪২ লাখ টাকা, বিকন ফার্মার ২৫ কোটি ১৪ লাখ টাকা, বিচ হ্যাচারির ২১ কোটি দুই লাখ টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ৮৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।