ডিএসইর মূলধন কমেছে ২৭৩৮ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে আজ মঙ্গলবারের (১৫ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে শূন্য দশমিক ৩৬ পয়েন্ট। আজ ডিএসইতে বেড়েছে লেনদেন পরিমাণ। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ৭৩৮ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৩৪ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৩ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি আরও বাড়ে। সেই ধারায় লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসইএক্স উত্থান হয় ২৬ পয়েন্ট। উত্থান গতি পরে ধরে রাখতে পারেনি। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় শূন্য দশমিক ৩৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬২ দশমিক ২০ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ৯ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯০ দশমিক ৯২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০২ দশমিক ৪৬ পয়েন্টে।
আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৭ হাজার ৬৩১ কোটি তিন লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৮০ হাজার ৩৬৯ কোটি ২১ লাখ টাকা। আজ মঙ্গলবার লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৩টির এবং কমেছে ১৫৬টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমসের ১৯ কোটি ৫৯ লাখ টাকা, মুন্নু সিরামিকের ১৭ কোটি ৫১ লাখ টাকা, মাগুরা মাল্টিপ্লেক্সের ১৪ কোটি ৭০ লাখ টাকা এবং বিচ হ্যাচারির ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৫১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।