সত্যকে তুলে ধরতে এনটিভির ত্যাগ-তিতিক্ষা সত্যিই প্রশংসাযোগ্য

এনটিভির বর্ষপূর্তিতে আমার পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকারের আমলে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। তারপরও আপনারা সত্যের সন্ধ্যানে, সত্যকে তুলে ধরতে যে কাজগুলো করেছেন, আপনাদের যে ত্যাগ-তিতিক্ষা, তা সত্যিই প্রশংসাযোগ্য।
আমরা আশা করব, আপনারাসহ সকল সাংবাদিক আগামীতেও দেশের সমস্যাগুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন। যেটা ভালো কাজ সেটার প্রশংসা করবেন, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে আপনাদের বক্তব্য অব্যাহত থাকবে।
লেখক : সভাপতি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)