‘মানসম্পন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে এনটিভি’

প্রায় দুই যুগ ধরে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশে একটি নির্ভরযোগ্য গণমাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও গুণগত মানের দৃষ্টান্ত স্থাপন করেছে এনটিভি। একইসঙ্গে মানসম্পন্ন অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে।
এনটিভি সংবাদ সম্প্রচারের মাধ্যমে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিসহ সচেতনতা তৈরিতে বিশেষ সহায়তা করছে। পাশাপাশি পুঁজিবাজারের স্থিতিশীলতা, সুশাসন প্রতিষ্ঠাসহ নানা সমস্যা তুলে ধরছে। যাতে পুঁজিবাজারের উন্নয়ন গতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করি। তাই তাদের এই পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক— এই কামনা করি।
২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এনটিভির কর্তৃপক্ষ, সাংবাদিক, কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি, আগামীতেও এনটিভি দেশের অর্থনীতি, পুঁজিবাজার, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। একইসঙ্গে এনটিভি দেশের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে— এই কামনা করছি।
লেখক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান।