এনটিভি স্বৈরাচারের সময়ও সাহসিকতার সঙ্গে কথা বলেছে

এনটিভি দীর্ঘ ২২ বছরের পথযাত্রা শেষে ২৩ বছরে পর্দাপণ করেছে। অনেক ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে তারা গেছে।
আপনাদের মনে আছে ওয়ান-ইলাভেনের সময়ের ঘটনা প্রবাহ। আপনাদের মনে আছে বিগত ১৫ বছর যখন স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশের মিডিয়াকে কিভাবে কব্জা করে রাখা হয়েছিল। তাদের স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়নি।
সে সময় এনটিভিকে আমরা দেখেছি যখন তারা পেরেছে সাহসিকতার সঙ্গে তারা কথা বলেছে।
আগামীতে এনটিভি ঠিক একইভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বাংলাদেশের মানুষের সেবা করে যাবে— আমি এই প্রত্যাশা ব্যক্ত করব।
লেখক : স্থায়ী কমিটির সদস্য, বিএনপি