‘স্বাস্থ্যখাতে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারে এনটিভির অবদান প্রশংসনীয়’

গণমাধ্যম সমাজের দর্পণ। দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যনির্ভর অনুষ্ঠান ও জনসচেতনতামূলক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে স্বাস্থ্যখাতে সচেতনতামূলক অনুষ্ঠান ও রিপোর্টিংয়ে এনটিভির অবদান প্রশংসনীয়।
আশা করি, আগামীতেও এনটিভি সঠিক তথ্য, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনসেবায় আরও অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জনপ্রিয় এই চ্যানেলটির সব কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
লেখক : সিভিল সার্জন, ঢাকা জেলা।