বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদ প্রচারে কাজ করে যাচ্ছি

এনটিভির অগণিত দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, কেবল অপারেটরসহ সবাইকে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালোবাসা ও অভিনন্দন জানাই। প্রথমেই আমি জুলাই বিপ্লবে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
২০০৩ সালে প্রতিষ্ঠা লগ্নের পর থেকে আজ পর্যন্ত এনটিভির সকল অর্জন ও সফলতার পেছনে সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত, রহমত ও দর্শক-শ্রোতার ভালোবাসা। এই দুটি জিনিসকে পুঁজি করেই আমরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদ প্রচার এবং সাবলীল ও শিক্ষামূলক অনুষ্ঠানমালা নিয়ে প্রতিটি মুহূর্তে কাজ করে যাচ্ছি।
বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনকালসহ সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের প্রায় দুই বছর, মোট ১৭টি বছর সরকারের বিভিন্ন মহলের প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহর রহমতে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশবাসীর মতো এনটিভিও প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে মুক্তি পায়।
এর পরপরই আমরা পূর্ণোদ্যমে চ্যানেলের সামগ্রিক আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজে হাত দেই। আমাদের আইটি, ব্রডকাস্টসহ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের রাত-দিন অনবরত পরিশ্রমের ফলে চলতি বছরের একুশে ফেব্রুয়ারি আমরা টেলিভিশন সম্প্রচারের সর্বোচ্চ মাধ্যম এইচডিতে সম্পূর্ণরূপে সংযোগ স্থাপন করি।
এনটিভি শুরু থেকে আজ পর্যন্ত দেশবাসী ও দর্শক-শ্রোতার সকল প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা দূরীকরণে সর্বক্ষেত্রে সর্বাঙ্গীণভাবে কাজ করে চলেছে। এই ধারা আমরা যেন সব সময় অব্যাহত রাখতে পারি তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং দেশবাসীর কাছে দোয়া চাই।