এনটিভির যে সুনাম রয়েছে তা যেন আরও বৃদ্ধি পায়
এনটিভি যখন চালু হয়েছিল তখনই সবার মনযোগ আকর্ষণ করেছিল। এনটিভির প্রোগ্রাম কোয়ালিটি খুবই ভালো। দেখতেও খুব ভালো লাগে। টেকনিক্যাল দিক থেকে খুব স্ট্রং এনটিভি।
বিগত ১৫ বছরে ফ্যাসিবাদের নানা নিপীড়নের শিকার হয় এনটিভি। আমি একসময় এনটিভিতে নিয়মিত যেতাম। কিন্তু ফ্যাসিবাদের সময় অনেক বছর এনটিভিতে আমার যাওয়া হয়নি।
এনটিভি আবার পূর্ণোদ্যমে তার কাজ শুরু করেছে। আমি আশা করব, অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে এনটিভির যে সুনাম রয়েছে তা যেন আরও বৃদ্ধি পায়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির ও এনটিভির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাই শুভেচ্ছা।
লেখক :আইন উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার।