পেশাদারত্ব ও নিষ্ঠার সাথে কাজ করবে এনটিভি

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২২ পূর্ণ করে ২৩ বছরে পদার্পণ করল আজ। দীর্ঘ এই যাত্রায় দর্শক, কলাকুশলীসহ যারা এনটিভির সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।
দেশের জনপ্রিয় এই টিভি চ্যানেলটি বিভিন্ন সময় স্বৈরাচারসহ নানা চাপের মুখে পড়লেও নিজের স্বকীয়তা বজায় রেখে সংবাদ ও অনুষ্ঠান প্রচারে পিছপা হয়নি।
আগামীতেও সংবাদ প্রকাশে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে এনটিভি তার কার্যক্রম চালিয়ে যাবে— প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা।
লেখক : চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক