বাংলাদেশ ক্রিকেট ও এনটিভি এক সঙ্গে এগিয়ে যাবে : বুলবুল

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আজ সকাল থেকেই শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনেরা সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফুল ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া এই চ্যানেলকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।
এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এসময় টেস্ট ক্রিকেট ও এনটিভির কাছাকাছি সময়ে যাত্রা শুরুর কথা (বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় ২০০০ সালে, এনটিভির শুরু ২০০৩ সালে) মনে করিয়ে দেন বিসিবি সভাপতি।
এনটিভির জন্মদিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমাদের প্রিয় এনটিভি ২২ থেকে ২৩-এ পদার্পন করছে, শুভ জন্মদিন। আপনারা বাংলাদেশের ক্রিকেট এবং ক্রীড়াঙ্গনকে যেভাবে সহায়তা করেছেন বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন কর্ণার থেকে, তা অতুলনীয়। আশা করব আপনাদের সেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নিযে যাবে। আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’