গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, যমুনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহের তারাকান্দা যাচ্ছিল। ট্রেনটি রাজেন্দ্রপুর রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এসআই নাদির উজ-জামান আরও জানান,খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিটি লাইনে তোলার চেষ্টা করছে। অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।