এনটিভি টিকে থাকুক শত-সহস্র বছর : ড. সালেহ হাসান নকীব

দেশে স্যাটেলাইট চ্যানেলের আবির্ভাব নব্বই দশকের মাঝামাঝি। এর কিছুদিন পর যাত্রা শুরু হয় এনটিভির। পথচলার শুরু থেকেই সব বয়সের সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণে মনোযোগী এনটিভি। এ ক্ষেত্রে সবসময়ই এগিয়ে এনটিভি।
যাত্রা শুরুর কিছুদিনের মধ্যে তারাই সর্বপ্রথম বাংলাদেশে সংগীতের অত্যন্ত জনপ্রিয় ওপেন কন্টেস্ট রিয়েলিটি শো ‘ক্লোজ-আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ শুরু করেছিল। এ অনুষ্ঠানটি সে সময় এমন জনপ্রিয়তা পেয়েছিল যে, অনুষ্ঠানটির টাইটেল সং ‘যদি লক্ষ থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে...’— এটি সবার মুখে মুখে ছিল। অনেকের মোবাইলের রিং টোন হিসেবেও স্থান পেয়েছিল এটি। সেই অনুষ্ঠান শুরু হলে তখন রাস্তাঘাট, হাট-বাজার ফাঁকা হয়ে যেত। অনুষ্ঠানে গান শোনার পর এসএমএস করার হিড়িক পড়ে যেত। নোলক বাবু, রাজীব, বিউটিসহ কমপক্ষে এক ডজন মানসম্পন্ন শিল্পী তৈরি হয়েছে প্রথমবারে। পরবর্তী সময়ে সালমা, মুহিন, লিজাসহ আরও অনেক সম্ভাবনাময় শিল্পী সৃষ্টি হয়েছে, যারা এখন সবাই দেশে-বিদেশে স্ব-মহিমায় প্রতিষ্ঠিত।
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এখনও স্ব-মহিমায় এনটিভি। শুরু থেকেই এনটিভি শুধু প্রথাগত অনুষ্ঠান প্রচার নয়, পালন করেছে সামাজিক দায়বদ্ধতা। যেকোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তার সংবাদ পাওয়া যায় এনটিভির নিউজ পোর্টালে।
জন্মদিনে এনটিভিকে প্রাণঢালা শুভেচ্ছা। এভাবে নিরপেক্ষতায় এনটিভি টিকে থাকুক আরও শত-সহস্র বছর।
লেখক : উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়।