দিনাজপুরের ‘বউ বাজার’

দিনাজপুর শহরের একটি বাজার। এ বাজারের প্রায় সব ক্রেতাই নারী। তাই নাম হয়েছে ‘বউ বাজার’। বড় বড় দোকান ও শপিংমলগুলোর চেয়ে অনেক কম দামে পোশাক কিনতে পাওয়া যায় ব্যতিক্রমধর্মী এই বাজারে। এ কারণে কেনা-কাটা করে বেজাই খুশি ক্রেতারা।জানা গেছে, প্রত্যেক শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মালদহপট্টি, চকবাজার ও বাসুনিয়াপট্টি এলাকায় বসে বউ বাজার। সকাল থেকে ভিড় দেখা যায় বাজারে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে সেই...