অফলাইন রাইড: স্বস্তির আশায় ঝুঁকির যাত্রা
দেশজুড়ে ডিজিটাল রাইড-শেয়ারিং সার্ভিস যেমন জনপ্রিয় হয়ে উঠছে, তেমনি এর বাইরে এক ধরনের ‘অফলাইন রাইড’ ব্যবস্থাও বাড়ছে নীরবে। এই ব্যবস্থায় যাত্রী ও চালক সরাসরি কথাবার্তার মাধ্যমে যাত্রা ঠিক করেন-কোনো অ্যাপ, ট্র্যাকিং বা ডিজিটাল লেনদেন ছাড়াই। প্রথম দেখায় সহজ ও কম খরচের বিকল্প মনে হলেও, এই অফলাইন রাইডেই লুকিয়ে রয়েছে একাধিক নিরাপত্তাহীনতা, আইনি জটিলতা এবং প্রতারণার আশঙ্কা।ট্র্যাকিং নেই, সহায়তার সুযোগও...
সর্বাধিক ক্লিক