গোলমরিচ খুশকি দূর করে!

গরমের সময় খুশকির সমস্যা অনেক বেড়ে যায়। আর ঘামও অনেক বেশি হয়। এর ফলে চুল পড়তে শুরু করে। কয়েকটি প্রাকৃতিক উপাদান আছে যা সহজেই এই খুশকি সমস্যার সমাধান করে। জানতে চান সেগুলো কী কী? তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই তালিকা একবার দেখে নিন।
গোলমরিচ
প্রাকৃতিক এই উপাদান খুশকির উপাদান ধ্বংস করতে বেশ কার্যকর। এ ছাড়া এটি মাথার তালুর ব্রণও দূর করে।
যেভাবে ব্যবহার করবেন
দুই টেবিল চামচ গোলমরিচ ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন। পানির সঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন।
ভিনেগার
ভিনেগার মাথার তালুতে অ্যান্টিঅক্সিডেন্টসের কাজ করে। এটি খুশকি দূর করার পাশাপাশি মাথার ত্বকের মরা কোষও দূর করে।
যেভাবে ব্যবহার করবেন
একটি কাপে দুই টেবিল চামচ ভিনেগার নিন। এবার একটি তুলার বলে ভিনেগার নিয়ে মাথার তালুতে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
নারকেল তেল ও লেবুর রস
লেবুর রসের প্রাকৃতিক এসিড খুশকির জীবাণু ধ্বংস করে। আর নারকেল তেল মাথার ত্বককে নরম রাখে।
যেভাবে ব্যবহার করবেন
দুই টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।