কখন নিরাপত্তাহীনতায় ভোগেন নারী?

সম্পর্কের কোনো এক জায়গায় নারী বা পুরুষ, যে কেউই নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। যখন আপনার সঙ্গীর আচরণে কোনো পার্থক্য খুঁজে পাবেন, তখনই আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। বিশেষ করে নারীদের এই সমস্যা বেশি হয়। আর এ কারণে তাঁদের দুজনের মাঝে অনেকটা দূরত্ব তৈরি হয়। আপনি যদি জানেন কেন আপনার সঙ্গীর এমন অনুভূতি হচ্ছে, তাহলে খুব সহজেই নিজেরা এই সমস্যার সমাধান করতে পারবেন।
কেন নারীরা নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন তার কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
আপনি যদি সে পাশে থাকা অবস্থায় অন্য নারীকে দেখেন তাহলে আপনার সঙ্গী নিরাপত্তাহীনতায় ভুগবে। এমন না যে তার সঙ্গে থাকলে আপনাকে চোখ বুঝে থাকতে হবে। এই বিষয়টা পুরোটাই আপনাদের সম্পর্কের স্বচ্ছতার ওপর নির্ভর করে। সঙ্গীর সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হলে সে আর এই বিষয় নিয়ে ততটা কষ্ট পাবে না।
যখন আপনি ফোন করার পর না ধরেন বা টেক্সট মেসেজের উত্তর দেরিতে দেন, তখনই সে নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই যদি ফোন ধরতে দেরি হয় কেন দেরি হলো সব সময় বুঝিয়ে বলার চেষ্টা করবেন। তাহলে পরবর্তীতে সে আর অযথা চিন্তা করবে না।
নিজের সঙ্গীর সামনে অন্য মেয়ের প্রশংসা না করাই ভালো। কারণ অন্য মেয়ের কথা তার সামনে বললে সে নিরাপত্তাহীনতায় ভুগবে।
যদিও আপনার নারী বান্ধবীদের সঙ্গে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের, তবু আপনার সঙ্গী নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ক্ষেত্রে নারী বান্ধবীদের কাছ থেকে দূরে থাকাটাই শ্রেয়।
সঙ্গী পাশে থাকা অবস্থায় অন্য নারীর সঙ্গে ফোনে অযথা কথা বলাটা একেবারেই ঠিক না। এমনকি সঙ্গী দূরে থাকলেও এমনটা করবেন না। কারণ অযথা সঙ্গীকে নিরাপত্তাহীনতায় রাখা ঠিক না। এ আচরণ চাইলেই আপনি দূর করতে পারবেন।