ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দিচ্ছে প্রাণ-আরএফএল

দেশের জনপ্রিয় বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি (অ্যাকাউন্টস বা অডিট বা ভ্যাট বা ক্যাশ) পদে নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটিতে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
অ্যাকাউন্টিং থেকে বিবিএ, এমবিএ বা এমকম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তবে আবেদনকারীদের মাইক্রোসফট অফিসে অভিজ্ঞ হতে হবে।
বয়স
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা। পদটিতে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের যেকোনো জেলায়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর-২০১৬।
সূত্র : বিডিজবস ডটকম