ব্যাটের বিশেষ প্রোগ্রামে কাজ করার সুযোগ

পড়াশোনা শেষ করেই নামীদামি কোম্পানিগুলোতে চাকরির প্রত্যাশা সবারই থাকে। চাকরিপ্রার্থীদের এ আশা পূরণের জন্য দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (ব্যাট) আয়োজন করেছে ‘গ্লোবাল গ্র্যাজুয়েট- ফিন্যান্স’ প্রোগ্রামের। এই প্রোগ্রামের মাধ্যমে তারা দেশের বিভিন্ন জেলায় যোগ্য ও মেধাবী প্রার্থীদের নিয়োগ দেবে।
কারা আবেদন করতে পারবেন
ব্যবসায় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। আবেদনকারীদের অবশ্যই স্বপ্রণোদিত, বিশ্লেষণধর্মী ও সৃজনশীল হতে হবে। এ ছাড়া ইংরেজি কথোপকথন ও লেখায় পারদর্শী হতে হবে। যেহেতু নিয়োগের পর কর্মস্থল দেশের যেকোনো জেলায় হতে পারে, তাই এ ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে প্রার্থীদের।
কীভাবে আবেদন করবেন
আগ্রহীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ওয়েবসাইটের (bit.ly/2beFo5n) মাধ্যমে। আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।