ডেঙ্গু জ্বর একবার হলে কি আবার হয়?

অনেকেরই ধারণা, ডেঙ্গু জ্বর একবার হলে আবার হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৫৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. প্রদীপ রঞ্জন সাহা। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
প্রশ্ন : ডেঙ্গু জ্বর একবার হলে কি আবার হয়?
উত্তর : ডেঙ্গু ভাইরাস চার ধরনের রয়েছে। প্রথমবার যদি সংক্রমণ হয়, পাঁচদিন পরে রোগীর অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি মানে হলো রোগ প্রতিরোধ করার ক্ষমতা। যেই রোগী ডেঙ্গু এক দিয়ে সংক্রমিত, ওই রোগীর ডেঙ্গু ওয়ান অ্যান্টিবডি তৈরি হবে। বাকি জীবনে ওনার ডেঙ্গু ওয়ান হওয়ার সম্ভাবনা হবে না। তবে ডেঙ্গু দুই, তিন, চার হতেই পারে। এখানে পাশাপাশি একটি জিনিস বলে রাখতে চাচ্ছি, কোনো রোগী আমাদের কাছে যখন প্রথম দিকে আসে, যদি দেখি ডেঙ্গু এন এস ওয়ান পজিটিভ, তার মানে সম্প্রতি ডেঙ্গু হয়েছে। পাশাপাশি যদি ডেঙ্গু অ্যান্টিবডিও পাওয়া যায়, আইজিজি, সে ক্ষেত্রে বোঝা যায় ওনার আগেও একবার ডেঙ্গু হয়ে গেছে। এর মানে বোঝা গেল তার আগেরটি ছাড়া অন্য আরেকটি হয়েছে। এই কেসে এই রোগীটি খুব জটিল। এই রোগীটি পরে ডেঙ্গু হেমোরেজিক অথবা ডেঙ্গু শক সিনড্রম হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
প্রশ্ন : ডেঙ্গু জ্বর কি প্রাণঘাতী?
উত্তর : যদি রোগীর ডেঙ্গু হেমোরেজিক জ্বর হয়, অথবা ডেঙ্গু শক সিনড্রম এগুলোকে যদি আগেভাগে নির্ণয় করা যায় এবং আগেভাগে যদি ভালো হাত দিয়ে ব্যবস্থাপনা করা যায়, তাহলে মৃত্যুর হার খুব একটি বেশি নয়। এই সময় রোগীকে আইসিইউতে রেখে তাকে আর্দ্র রাখতে হবে। এই বিষয়টি যিনি ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারবেন সেই রোগী দ্রুত সেরে উঠবে। এ ছাড়া আর কিছু প্রয়োজন নেই। এখানে একটু বিশেষ যত্নের বিষয় রয়েছে।