পেপটিক আলসার যেসব কারণে হয়

পেপটিক আলসার একটি সাধারণ সমস্যা। জীবনযাপনের অনিয়মের কারণে সাধারণত পেপটিক আলসার হয়। তবে চিকিৎসায় পেপটিক আলসার নিয়ন্ত্রণে রাখা যায়।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪২৫ তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক এ কে এম আমিনুল হক। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন: পেপটিক আলসারের পেছনের কারণগুলো কী?
উত্তর: জীবনাচরণের সাথে কারণ জড়িত আছে। অনেকে সকালে নাস্তা করে না। বিশেষ করে স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী। এরা দেখা যায় ঘুম থেকে ওঠে নাস্তা না করে চলে গেছে। আবার তারা ঘুরে ফিরে তিনটা-চারটায় তখন খাওয়া দাওয়া করে। এই রকম যদি দীর্ঘদিন সে অনিয়ম করতে থাকে,তাহলে তার রোগটি হওয়ার একটি আশঙ্কা থাকে। আবার কেউ কেউ আছে অনিয়মিত, খাবারের কোনো সময় নেই। তাদের অনেক সময় রোগটি হয়ে থাকে। যারা ধূমপায়ী তাদেরও হয়ে থাকে এবং অনেক সময় জীবাণু দিয়েও রোগটি হয়।