গলা ব্যথার চিকিৎসায় পেঁয়াজের রস!

গলাব্যথা সাধারণত টনসিলাইটিস বা টনসিলের প্রদাহের কারণে হয়। সাধারণত স্ট্রেপট্রোকক্কাস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে টনসিলাইটিস হয়। আরো কিছু কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণেও হতে পারে টনসিলাইটিস।
গলায় ক্ষত বা গলাব্যথা টনসিলাইটিসের প্রথম দিকের লক্ষণ। এ ছাড়া খাবার-খাওয়ার সময় গলায় ব্যথা অনুভূত হতে পারে। পাশাপাশি থাকতে পারে স্বল্পমাত্রার জ্বর, শরীরে ব্যথা ও ম্যাজম্যাজ ভাব। এ ছাড়া টনসিল ফুলে যেতে পারে, লাল হতে পারে। অনেক সময় কানেও ব্যথা হতে পারে।
খুব বেশি সমস্যা হলেতো চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। তবে এর আগে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলা যেতে পারে, টনসিলাইটিসের চিকিৎসায়।
পেঁয়াজের রস টনসিলাইটিসের চিকিৎসায় বেশ উপকারী। পেঁয়াজের রসের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি প্রদাহ প্রতিরোধে কাজ করে। পাশাপাশি এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান টনসিলের ব্যাকটেরিয়া ও সংক্রমণের সাথে লড়াই করে।
কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস
উপাদান
- একটি পেঁয়াজ
- এক কাপ হালকা গরম পানি
প্রণালি
- পেঁয়াজের রস তৈরি করুন।
- এর মধ্যে এক কাপ হালকা গরম পানি দিন।
- এবার এই পানীয় দিয়ে গারগেল করুন।
- দিনে দুই থেকে তিন বার এটি করুন।
সতর্কতা : প্রথমে সামান্য একটু পেঁয়াজের রস নিয়ে গারগেল করে দেখুন। যদি গারগেল করতে অসুবিধা হয় তাহলে এটি করবেন না। এ ছাড়া শারীরিক কোনো জটিল সমস্যায় ভুগলে যেকোনো ঘরোয়া পদ্ধতি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন।