কান চুলকালেই খোঁচাবেন না!

কান পরিষ্কার করতে বা কান চুলকালে অনেকে কটন বাড বা বিভিন্ন কিছু দিয়ে কান খোঁচানো শুরু করেন। তবে এটি মোটেও স্বাস্থ্যসম্মত নয়।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪০৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক খবির উদ্দিন আহম্মেদ।
প্রশ্ন : কানের যত্ন কীভাবে করা উচিত? আমরা দেখি যে কটন বাড দিয়ে বা তুলার মাধ্যমে কান পরিষ্কার করা হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।
উত্তর : আসলে কানের মধ্যে যে খৈল হয়, সেটি প্রাকৃতিকভাবে বের হয়ে যায়। এর জন্য অযথা কান খোঁচাখুঁচি করার কোনো প্রয়োজন পড়ে না। কানে যদি খৈল জমা হয়, তাহলে অলিভ অয়েল তিন-চার ফোঁটা করে দিনে তিনবার দিতে হবে। পাঁচ থেকে সাত দিন দিলেই ময়লাটা নরম হয়ে এমনিতেই বেরিয়ে যাবে।
প্রশ্ন : অনেকের ক্ষেত্রে দেখা যায়, এমনিতেই কান চুলকাচ্ছে। এ ক্ষেত্রে তাদের করার কিছু থাকে কি না। নাকি এটি মানসিক সমস্যা?
উত্তর : না, মানসিক সমস্যা নয়। অনেক সময় অ্যালার্জির কারণে কান চুলকায়। বহিকর্ণে মাঝেমধ্যে সংক্রমণ হয়, ফাঙ্গাস হয়, বিশেষ করে বর্ষাকালে এগুলো হয়। যদি কান চুলকায় এবং ব্যথা হয়, তাহলে চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক মেশিন দিয়ে কান পরিষ্কার করে দেবেন। সঙ্গে সঙ্গে ফাঙ্গাস প্রতিরোধ করার একটি ক্রিম পাওয়া যায়, সেগুলো দুই সপ্তাহ ব্যবহার করলে একদম ভালো হয়ে যায়। অযথা খোঁচাখুঁচি করলে বাইরের সংক্রমণ সহজে কানের মধ্যে ঢুকে যায়। সেটা স্থায়ী হয়ে যায়। তাই অযথা কান খোঁচাখুঁচি করা মোটেই বিজ্ঞানসম্মত নয়।