কেন হৃদপিণ্ড অকার্যকর হয়?

হার্ট তার কাজ ভালো মতো না করতে পারলে হৃদপিণ্ড অকার্যকর হয় বা হার্ট ফেইলিওর হয়। বিভিন্ন কারণে একজন মানুষের হৃদপিণ্ডে সমস্যা হতে পারে।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৩৬১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের পরামর্শক ডা. মো. ফরহাদ উদ্দীন।
প্রশ্ন : হার্ট ফেইলে একজন মানুষ আক্রান্ত হন কেন এবং কারা বেশি ঝুঁকিপূর্ণ?
উত্তর : হঠাৎ করে কিন্তু হার্ট ফেইল করবে না। তার আগে, তার পেছনে কিছু না কিছু অসুখ লুকিয়ে থাকবে, বেশির ভাগ ক্ষেত্রেই। এর মধ্যে সবচেয়ে প্রচলিত অসুখ হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলে, তার বেশ কিছু জটিলতা হয়। সেই মুহূর্তে বা তার কিছু পর পরই। নির্দিষ্টভাবে বললে একিউট লেফ্ট ভ্যান্টিকুলার ফেইলিউর। তখনই কিন্তু বুকে পানি জমে যায়। তীব্র শ্বাসকষ্ট হয় রোগীর। রোগীর মনে হয়,‘এই বুঝি আমি মারা যাচ্ছি’। এ রকম একটি পরিস্থিতি তৈরি হয়। তা ছাড়া ভালভুলার হার্ট ডিজিজ যদি হয়, হার্টের যে ভাল্ভগুলো আছে, সেগুলো যদি রোগাক্রান্ত হয় দীর্ঘদিন রোগাক্রান্ত হওয়ার পর একটি পর্যায়ে, হার্ট ফেল করতে পারে।
কার্ডিওমায়োপ্যাথি বলে কিছু রোগ রয়েছে,এখানে হার্ট দুর্বল হয়ে যায়, হার্ট দুর্বল হতে হতে ক্লান্ত হয়ে যায়, তার কাঙ্ক্ষিত কাজ করতে পারে না। তখনও কিন্তু হার্ট ফেইল করে। অনিয়মিত হৃদস্পন্দন থেকে একটি পর্যায়ে, হার্ট দুর্বল হয়ে যায়। সেখানেও কিন্তু হার্ট ফেইল করতে পারে। কিংবা উচ্চ রক্তচাপ, দীর্ঘদিনের উচ্চ রক্তচাপের একটি পর্যায়ে গিয়ে, কার্ডিওমায়োপ্যাথি বৃদ্ধি পায়। তখনো কিন্তু একটি পর্যায়ে গিয়ে হার্ট ফেইলিওর হতে পারে।