বেকিং সোডা ও মধু একসঙ্গে খেলে কী হয়?

ক্যানসার বর্তমান সময়ে বহুল প্রচলিত একটি রোগ। প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে হয়তো রোগ ভালো করা সম্ভব। তবে রোগ বেড়ে গেলে ব্যক্তিকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই ক্যানসার প্রতিরোধ করা জরুরি।
যুক্তরাষ্ট্রের চিকিৎসক ডা. জুলিয়ান ওইটেকার তার এক লেখনিতে বলেন,‘বেকিং সোডা ক্যানসার কোষকে প্রতিরোধ করতে সাহায্য করে, টিউমারের বৃদ্ধি প্রতিরোধ করে।’
এ ছাড়া মধুর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ক্যানসারাস উপাদান। এটি ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধ করে। এর মধ্যে থাকা গ্লুকোজ কোষের জন্যও ভালো।
আর মধু ও বেকিং সোডা একত্রে মেশানো হলে এটি আরো ভালোভাবে কাজ করে। এটি ক্যানসার প্রতিরোধ করে এবং কোষকে ধ্বংস করতে সাহায্য করে।
বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।
উপাদান
• বেকিং সোডা
• মধু
প্রণালি
বেকিং সোডা ও মধু মেশান। পরিমাপ হবে যথাক্রমে ১:৩। ভালোভাবে একে মেশান। হালকা তাপে ১০ মিনিট ফুটান।
কীভাবে খাবেন
প্রতিদিন তিন চা চামচ করে খান, এক মাস। তবে এ সময় সব ধরনের মাংস, চিনি, সাদা আটা খাওয়া বাদ দিন। যেকোনো খাবার গ্রহণের আগে শরীরের অবস্থা বুঝে, চিকিৎসকের পরমর্শ নিয়ে গ্রহণ করুন।