চঞ্চল-নিশোর ‘দম’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা চেরি?

চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে ‘দম’ সিনেমা নির্মাণ করছেন রেদওয়ান রনি। আগামী ঈদুল ফিতর মুক্তি পাবে সিনেমাটি। ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বরে—তখন চঞ্চল চৌধুরীর নাম জানানো হলেও পরে যুক্ত হন আফরান নিশো।
বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং করার পরিকল্পনা রয়েছে। নায়িকা হিসেবে কে থাকবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে এনটিভি অনলাইনের কাছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, পূজা চেরির যুক্ত হচ্ছেন এই সিনেমার সঙ্গে। প্রায় দুই মাস ধরে কথাবার্তা নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে।
তবে নির্মাতা বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, ‘নায়িকা নির্বাচনের আগে আমরা গল্প ও লোকেশন নিয়ে ভাবছি বেশি। অডিশনের মাধ্যমেই চূড়ান্ত করা হবে নায়িকা। সেপ্টেম্বর বা অক্টোবরে শুটিং শুরু করার পরিকল্পনা আছে, তাই লোকেশনই এখন মূল ফোকাস।’
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি।