লুমিনের কণ্ঠে ‘কে’

স্টেজে ব্যান্ড, আর পর্দায় একক—এই দুই মেরুতে সমান স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেন ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট লুমিন। এবার আবারও নিজের কণ্ঠে নিয়ে এলেন এক নতুন গান, নাম ‘কে’।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ‘লুমিন অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। লিখেছেন, সুর করেছেন, সঙ্গীতায়োজন করেছেন এবং ভিডিও নির্মাণ করেছেন রাজিব হোসেন। গানটি ঘরানায় ‘স্যাড রোমান্টিক’—আবেগ, স্মৃতি আর একরাশ একাকীত্ব মিলেমিশে তৈরি করেছে একটি নির্যাস, যার সঙ্গে তাল মিলিয়েছেন লুমিন।
গানটি নিয়ে লুমিন বলেন, ‘গানের কথাগুলো সত্যিই অসাধারণ। রাজিব তার সুর আর সঙ্গীতায়োজন দিয়ে কথার আবেগটাকে যেন আরও বেশি জীবন্ত করে তুলেছেন। আমি বিশ্বাস করি, এই গানটা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
২০০৩ সাল থেকে জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের সঙ্গে আছেন লুমিন। দীর্ঘদিন ধরে স্টেজ শো আর ব্যান্ডের গান নিয়েই থাকলেও একক গানেও নিজের একটা ধারা গড়ে তুলেছেন তিনি। এর আগেও ‘লাগ ভেল্কি লাগ’-এর মতো একাধিক গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা।
‘কে’—নামটা ছোট হলেও, ভেতরের প্রশ্নটা অনেক বড়। সেটা কি প্রেমে অনুপস্থিত কেউ? নাকি নিজের মধ্যেই হারিয়ে যাওয়া একজন? উত্তর পেতে হলে শুনতেই হবে লুমিনের কণ্ঠে সেই প্রশ্নভরা গান।