চঞ্চলের ‘দম’ সিনেমায় নিশো, আসছে ঈদে

চঞ্চল ও নিশো। ছবি : এক্স থেকে নেওয়া
‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সার্ভাইভাল ইনস্পিরেশনাল গল্পটি প্রযোজনা করছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। মুক্তির লক্ষ্য আগামী ঈদুল ফিতর।
২০২৩ সালের ডিসেম্বরে সিনেমাটির প্রথম ঘোষণা আসে চঞ্চলকে কেন্দ্র করে। আর এবার নিশ্চিত করা হলো, তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন নিশোও।
‘দম’ নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘‘এটি একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বহুদিন ধরে এমন একটি গল্প খুঁজছিলাম, যেখানে চরিত্রের ভেতর এমন এক শক্তি থাকবে, যা শুধু আমাকে নয়, দর্শককেও নাড়া দেবে।’’
নিশোর মতে, ‘দম’ হতে যাচ্ছে একেবারেই নতুন অভিজ্ঞতার সিনেমা। তাঁর ভাষায়, ‘‘এ ধরনের গল্প দেশে হয়েছে বলে আমার জানা নেই। পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, সেটাই আমাকে টেনেছে।’’