রুক্মিনীর জন্মদিনে যা বললেন দেব

৩৪ বছরে পা রাখলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল দেব ও রুক্মিনীর সম্পর্কে নাকি দূরত্ব বাড়ছে। সেই সব জল্পনায় জল ঢেলে ফের পাশাপাশি ফ্রেমবন্দি হলেন দেব-রুক্মিনী। মধ্যরাতে মা ও ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়েই জন্মদিনের কেক কাটলেন রুক্মিনী। বাার্থডে পার্টিতে নায়ক দেবকেও দেখা যাচ্ছিল খোশমেজাজে।
এদিন রুক্মিণী সেজেছিলেন ব্ল্যাক শর্ট ড্রেসে। ভালোবাসার মানুষ রুক্মিণীর জন্মদিনের আদুরে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন দেব।
সেই ছবির একটিতে দেখা যাচ্ছে হাসিমুখে নিজের বার্থডে কেক সামনে রেখে ছবি তুলেছেন। আর একটি ছবিতে দেখা যাচ্ছে দেবের সঙ্গে ভালোবাসায় মোড়া তার ছবি। ক্যাপশনে দেব লিখেছেন, ‘তুমিই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ও সমর্থক। শুভ জন্মদিন।’
২০১৭ সাল থেকে তাদের দু’জনকে একসঙ্গে দেখছেন অনুরাগীরা। মাঝে মাঝে তাদের সম্পর্ক নিয়ে নান গুঞ্জন তৈরি হয়েছে। তবে সেসবে জল ঢেলে দিয়ে নিজেদের সম্পর্ককে অটুট রেখেছেন দেব ও রুক্মিণী। জন্মদিনে আরও একবার সেই ভালোবাসারই প্রকাশ ঘটল।