কেন সিনেমা ছেড়ে দিলেন ‘আইটেম গানে’র বিপাশা কবির?

বাংলা সিনেমায় উষ্ণতা ছড়ানো ‘আইটেম গানে’র জন্য খ্যাতি পাওয়া নায়িকা বিপাশা কবির সিনেমা অভিনয় ছেড়ে আমেরিকা স্থায়ী হয়েছেন। গত জানুয়ারি থেকে নিউ ইয়র্কে বসবাস করছেন এই অভিনেত্রী। সেখানে নতুন করে জীবনকে সাজাচ্ছেন।
যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার আরেক কারণ জানিয়ে বিপাশা বললেন, ‘আমি নিজেকে অনেক ভালো আর্টিস্ট দাবী করছি না। স্ক্রিপ্ট বেছে বেছে কাজ করতে গেলে অনেক বড় আর্টিস্ট হয়, আমি আসলে তেমনটা নই। তবে যেসব ছবির অফার আসছিল আমার কাছে ভালো লাগছিল না। অনেকবার দেখেছি, প্রযোজক নিজেই হিরো হতে চান। এসবকিছু আমি নিতে পারিনি। আইটেম সং করা বাদ দিয়ে যখন হিরোইনে কনভার্ট হলাম তখন যেসব ছবি আসছিল মনে হচ্ছিল এসব করা আর না করা একই ব্যাপার। সত্যি বলতে আমার ভালো লাগছি না। এজন্য হতাশ না হয়ে মুভ অন করছি।’
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় ১৪তম অবস্থানে ছিলেন বিপাশা। পরে দু-চারটি নাটকে অভিনয় করেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবিতে শখের বসে আইটেম গানে পারফর্ম করার পর তিনি আলোচিত হন। ২০১৬ পর্যন্ত ৫০টির বেশি আইটেম গান করেন তিনি।