ফারুকী আমার পছন্দের পরিচালক : শিনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের উপস্থাপক হিসেবে রয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী শিনা চৌহান। মডেলিং, অভিনয় আর উপস্থাপনার পাশাপাশি দক্ষিণ এশিয়ার ইয়ুথ ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি। সম্প্রতি এনটিভি অনলাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে বিস্তারিত আলাপ করেছেন শিনা।
এনটিভি অনলাইন : এবারে বিপিএলে উপস্থাপনা করতে কেমন লাগছে?
শিনা চৌহান : চমৎকার। ব্যক্তিগত কাজের চাপে বিপিএলের তৃতীয় আসরের উপস্থাপনা আমি করতে পারিনি; কিন্তু বাংলাদেশকে অনেক মিস করেছি। এবার গ্যালারিতে বসা দর্শকরা আমাকে দেখে দ্বিগুণ উচ্ছ্বসিত হয়েছেন। তাঁদের উচ্ছ্বাস দেখে বুঝেছি, আমাকে তাঁরা অনেক মিস করেছিলেন। আমি তাঁদের প্রতি গ্রেটফুল।
এনটিভি অনলাইন : আপনাকে শিনা নয়, যখন বিপিএল গার্ল বলে কেউ সম্বোধন করেন তখন কেমন লাগে?
শিনা চৌহান : সত্যি বলছি, প্রথম প্রথম আমি বুঝতে পারিনি, কেন আমাকে সবাই বিপিএল গার্ল ডাকছে? পরে বুঝতে পেরেছি। আসলে বিপিএলের শুরু থেকে কাজ করছি, তাই অনেকে আমাকে বিপিএল গার্ল বলছেন। ব্যাপারটা অনেক মজার।
এনটিভি অনলাইন : মডেলিং, উপস্থাপনা তো নিয়মিত করছেন। মুক্তির অপেক্ষায় থাকা আপনার নতুন কী চলচ্চিত্র রয়েছে?
শিনা চৌহান : ‘কৃষ্ণগহ্বর’ নামের একটি চলচ্চিত্রে আমি অভিনয় করছি। ছবির প্রায় ৮০ ভাগ কাজ শেষ। কলকাতায় ফিরে বাকি ছবির কাজের শুটিং করব। ছবিতে কৌশিক গাঙ্গুলীও আছেন। এ ছাড়া ভারতের অনেক টপ আর্টিস্ট এতে অভিনয় করছেন।
এনটিভি অনলাইন : ‘কৃষ্ণগহ্বর’ চলচ্চিত্রে আপনার চরিত্র সম্পর্কে কিছু বলুন...
শিনা চৌহান : এখানে আমি প্রথমবারের মতো বিজ্ঞানী চরিত্রে অভিনয় করছি। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। অভিনয় করে দারুণ লাগছে। ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখেছি, ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করব। সেই স্বপ্ন আমার পূরণের পথে। বিজ্ঞানী চরিত্রে রোল করছি, এটা আমার কাছে অনেক এক্সাইটিং ব্যাপার। এখানে বিজ্ঞানী মেয়েটা মানসিকভাবে অনেক শক্তিশালী থাকে।
এনটিভি অনলাইন : আপনি তো কলকাতার অনেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখনো কি করছেন?
শিনা চৌহান : হ্যাঁ, করছি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করার মাঝে আলাদা মজা আছে। এ ছাড়া আমি মিউজিক ভিডিওর মডেল হতেও স্বাচ্ছন্দ্যবোধ করি।
এনটিভি অনলাইন : একটি মানবাধিকার সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এ কাজের অভিজ্ঞতা নিশ্চয়ই ভিন্ন?
শিনা চৌহান : অবশ্যই। এ কাজের আনন্দ সবচেয়ে বেশি। তরুণদের মানবাধিকার সম্পর্কে বেশি বেশি জানার দরকার রয়েছে। তারণ্যের শক্তি বিশাল। আর মানবাধিকার রক্ষা করা আমাদের সবার দায়িত্ব বলে আমি মনে করি। আমরা মোট ৩০টি মানবাধিকার বিষয় নিয়ে কাজ করছি। জানেন, আমি খেলার মাঠেও মানবাধিকার নিয়ে কাজ করছি। খেলার ফাঁকে খেলোয়াড়, কোনো শিল্পী কিংবা অতিথির সঙ্গে সুযোগ পেলে মানবাধিকারের বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ করছি। ভবিষ্যতে মানবাধিকারের বিষয়গুলো নিয়ে আরো জোরালোভাবে কাজ করতে চাই।
এনটিভি অনলাইন : বাংলাদেশে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রে অভিনয় করে আপনি বেশ আলোচিত হয়েছেন। ছবির কলাকুশলীদের সঙ্গে এবার কি আপনার দেখা হয়েছে?
শিনা চৌহান : ছবির সব শিল্পীর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। এবার ফারুকী তাঁর বাসায় ডিনার খাওয়ার প্রস্তাব দিয়েছেন। হয়তো কলকাতায় ফেরার আগে ফারুকী ও তিশার সঙ্গে আমি দেখা করব। ফারুকী আমার ভীষণ পছন্দের একজন পরিচালক।
এনটিভি অনলাইন : বাংলাদেশে কোথাও কি আপনার ঘোরার সময় হয়েছে? এখানকার কী কী খাবার আপনার পছন্দ?
শিনা চৌহান : না, কোথাও ঘোরার সময় পাইনি। এ দেশের ইলিশ মাছ ও মিষ্টি আমার খুব পছন্দ। এ ছাড়া ডাল, চিকেনও অনেক মজার।