এবার সার্কাস মালিক চরিত্রে জয়া

চোর, পুলিশ, পতিতা, বোবা, প্রেমিকা এ রকম অগণিত চরিত্রে অভিনয় করেছেন দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান। এবারে তিনি সার্কাসের মালিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ছবিতে এ রকম একটি চরিত্রে দেখা যাবে জয়াকে।
পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘জয়া আপা এখানে শুধু সার্কাসের মালিক নন, তিনি পারফর্মারও। সাকার্সে অনেক ম্যাজিক্যাল মোমেন্টে এবার তাঁকে দেখা যাবে।’
‘বিউটি সার্কাস’ ছবির জন্য প্রস্তুতি কেমন জানতে চাইলে পরিচালক বলেন, ‘গত বছরের জুন মাস থেকে এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। চিত্রনাট্য আমি নিজে লিখেছি। বাংলাদেশে সার্কাস যেখানে যেখানে দেখানো হয় সেই জায়গাগুলো ঘুরে বেড়িয়েছি। বিশেষ করে মাদারীপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জের এলাকাগুলোতে আমি ঘুরেছি। সাকার্সের লোকজনদের সঙ্গে গভীরভাবে মেলামেশা করেছি। বলতে পারেন তাদের জীবনের একটা খণ্ড নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। আমার বিশ্বাস ছবিতে জয়া আপাকে দুর্দান্ত লাগবে।’
চলতি বছরে ‘গর্ভধারিণী’ ছবিটি নির্মাণ করার কথা থাকলেও এখন সেটা করবেন না বলে জানান মাহমুদ দিদার। তিনি বলেন, “সরকারি অনুদান পেলে আসছে নভেম্বরে ‘বিউটি সাকার্স’ ছবির কাজ শুরু করব। এই ছবির কাজ শেষ করে ‘গর্ভধারিণী’ ছবির কাজ শুরু করতে চাই।”