‘ভালবাসা ডটকম’-এর শুটিং শুরু

মোহাম্মদ আসলাম পরিচালিত ‘ভালোবাসা ডটকম’ ছবির শুটিং শুরু হয়েছে গতকাল মঙ্গলবার, ১২ মে, রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে। শুটিং শুরুর কথা জানিয়েছেন ছবিটির পরিচালক আসলাম। শুটিংয়ে অংশ নেন ছবির নায়ক অভি ও নায়িকা নিঝুম রুবিনা । আজ বুধবার, ১৩ মে, মাওয়া ঘাটে মারামারির একটি দৃশ্য ধারণ করা হয়।
নায়ক অভি ছবিটি সম্পর্কে বলেন, ‘এই ছবিতে অভিনয় করে খুব ভালো লাগছে কারণ নতুনদের নিয়ে যারা ছবি নির্মাণ করছে তারা বিগ বাজেটের ছবি করতে চায় না। এই ছবি টিন এজারদের নিয়ে গল্প। আমি এই ছবিতে খুব দুষ্টু প্রকৃতির একটি ছেলে । আর রুবিনার সঙ্গে চ্যালেঞ্জ করে আরেকজনের সাথে প্রেম করি। আসলে টিন এজারদের অনেক ঘটনাই এই ছবিতে উঠে আসবে। কথায় আছে ‘ফাস্ট ইয়ার ডোন্ট কেয়ার’ অনেকটা এই রকমই। আশা করি দর্শকদের ছবিটি দেখে অনেক ভালো লাগবে।’
নায়িকা রুবিনা বলেন, ‘এই ছবিতে আমাকে দর্শক দুই ভাবে পাবে। ছবির প্রথম অংশে আমি খুব সাধারণ একটি মেয়ে । আমার বাবা কাজী হায়াৎ আমাকে খুব শাসন করেন। যেহেতু শাসনের মধ্যে আমার বেড়ে ওঠা, তাই আমি খুব শান্ত স্বভাবের মেয়ে। কলেজের সবাই আমাকে আন্টি বলে ডাকে কারণ আমি সাধারণ থ্রি-পিস পোশাক পরে কলেজে যাই। কলেজের সবার মতো আমি এত আধুনিক নই। কিন্তু পহেলা বৈশাখের একটা অনুষ্ঠানে হঠাৎ করেই আমি আধুনিক হয়ে যাই। এর ভেতরে আরো অনেক কিছুই আছে ছবিতে, যা দেখে দর্শক মজা পাবে বলে আমার মনে হয়।’
গত ২৯ এপ্রিল, উত্তরায় ‘বাংলার প্রাণে বাজে বৈশাখী বীণ’ শিরোনামের একটি গানের দৃশ্যায়নের শুটিং হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও রাজিব। আর গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সংগীতায়োজন করেছেন কাজী জামাল। বৈশাখ নিয়ে নির্মিত গানটিতে নেচেছেন অভি ও নিঝুম রুবিনা। নিহাল মুভিজ প্রযোজিত এই ছবিতে গান থাকছে মোট ছয়টি। গানে কণ্ঠ দিচ্ছেন কণা, ন্যান্সি, পড়শী, ডলি সায়ন্তনী, রাজিব ও এস আই টুটুল।