হুটহাট করে কাজ করি না : মৌসুমি

‘ও মৌসুমি, কারে ভালোবাসো তুমি?’- মাকসুদের গাওয়া এই গানের সঙ্গে বেশ পরিচিত এই প্রজন্মের অভিনেত্রী মৌসুমি হামিদ। কারণ অনেক দিন আগে মৌসুমিকে দেখলেই এই গান গাইত পাড়ার ছেলেরা। মৌসুমি তখন ক্লাস সিক্সে পড়তেন। এ ধরনের বখাটেপনা একদমই পছন্দ করতেন না মৌসুমি। তবে তিনি পছন্দ করতেন অভিনয়। ‘কেয়ামত থেকে কেয়ামত’ দেখার পর নায়ক সালমান শাহ্ ও নায়িকা মৌসুমির অভিনয়ের প্রেমে পড়েছিলেন মৌসুমি। কিন্তু কখনো ভাবেননি তিনি নিজে অভিনেত্রী হবেন।
এ প্রসঙ্গে মৌসুমি বলেন, ‘একদিন অভিনেত্রী হবো, এটা কখনো ভাবিনি’। মৌসুমির নামটি রেখেছেন তাঁর বাবা আব্দুল হামিদ। তাঁর ডাক নাম হলো সুমি। বাসার সবাই তাকে সুমি নামে ডাকেন। মডেলিং, বিজ্ঞাপন ও টিভি পর্দায় সাবলীল অভিনয় করে সবার নজর কেড়েছেন মৌসুমি হামিদ। এরপর বড় পর্দায় কাজ শুরু করেছেন তিনি। একে একে কাজ শেষ করেছেন তিনি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ ‘ব্লাক মানি’, ‘ব্লাক মেইল’সহ বেশ কিছু ছবিতে।
আজ থেকে মৌসুমি শুটিং শুরু করেছেন ফিরোজ খান প্রিন্স পরিচালিত ‘শোধ প্রতিশোধ’ ছবির কাজ। গত সোমবার ১১ মে এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ছবিতে নায়ক মারুফের বিপরীতে কাজ করছেন মৌসুমি। মহরতের দিন অনুপস্থিত ছিলেন তিনি। নাটকের শুটিং থাকায় মৌসুমি মহরতে যেতে পারেননি বলে জানান।
‘শোধ প্রতিশোধ’ ছবিটি অ্যাকশনধর্মী। পুরো ছবিতে মৌসুমির পাঁচটি মারামারির দৃশ্য রয়েছে। পর্দায় দৃশ্যগুলো যথাযথ ভাবে ফুটিয়ে তোলার জন্য মৌসুমি অনেক হোমওয়ার্ক করেছেন।
মৌসুমি বলেন, ‘ আমাদের ফাইটিং দৃশ্য করার আগের দিন আমরা অনুশীলন করি। আর এই ছবির প্রথম দিনেই রয়েছে আমার মারামারির দৃশ্য। প্রস্তুতি ভালো।’
‘রোমান্টিক’ ও অ্যাকশন সব ধরনের ছবির গল্পে ভালোভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন মৌসুমি হামিদ। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মৌসুমি উত্তর দেন, ‘আমি সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে আমি ভালোভাবে চিত্রনাট্য পড়ি। গল্প ও চরিত্রটাকে খুব যত্ন নিয়ে ভাবি। আমি তো অভিনেত্রী। তাই কাজটা হুটহাট করে করি না। অনেক ভেবে নতুন কাজ করার সিদ্ধান্ত নেই।’