টরন্টোর চলচ্চিত্র উৎসব
অংশ নিচ্ছে ‘বাপজানের বায়োস্কোপ’

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছেন তরুণ নির্মাতা রিয়াজুল রাজুর প্রথম ছবি ‘বাপজানের বায়োস্কোপ’।
কানাডার টরন্টোতে আগামীকাল ১৪মে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব-২০১৫’, চলবে ১৮ মে পর্যন্ত। উৎসবে দক্ষিণ এশিয়ার পরিচালকরা সেরা ছবিটি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। আর এমন গুরুত্বপূর্ণ ফিল্ম ফেস্টিভালে নিজের প্রথম ছবি ‘বাপজানের বায়োস্কোপ’ নিয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন নির্মাতা রিয়াজুল রাজু।
আন্তর্জাতিক সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল-২০১৫ –এ ফিচার ফিল্ম ক্যাটাগরিতে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ‘বাপজানের বায়োস্কোপ’। আগামী ১৭ মে দুপুর ১টায় ওডিওন অ্যাংলিংটন টাউন সেন্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে ছবিটি।
প্রথম ছবি নির্মাণ করে দেশে মুক্তির আগে একেবারে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন এই নির্মাতা, প্রতিক্রিয়া জানতে চাইলে নির্মাতা রাজু বলেন, ‘প্রথম ফিল্ম এত বড় একটা ফেস্টিভালে যাচ্ছে শুনে নির্মল আনন্দ লাগছে। এখন স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের মানুষকে দেখাতে পারলেই নিজেকে সার্থক মনে করব।’
বাংলাদেশে ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে দিয়েছেন কি না এমন প্রশ্নে নির্মাতা রিয়াজুল রাজু বলেন, ‘এ বিষয়ে আপাতত কিছু বলতে চাই না। তবে স্বচ্ছভাবে আমার ছবিটি মুক্তি দিতে কিছু আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। এগুলো নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। আশা করি, সব জটিলতা কাটিয়ে ছবিটি ঠিকঠাকভাবেই মুক্তি দিতে পারব।’
গ্রামবাংলার পুরনো ইতিহাস,মুক্তিকামী মানুষের চালচিত্রের প্রকাশ নিয়ে রাজু নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসী, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। ছবিটির শুটিং হয়েছে সিরাজগঞ্জের লাঙলঘেরা চর, দৌলতদিয়া পতিতাপল্লী’সহ বেশ কিছু লোকেশনে।
মাসুম রেজার চিত্রনাট্যের পাশাপাশি ছবিটির জন্য গান লিখেছেন আমিরুল ইসলাম, অয়ন চৌধুরী, মাসুদ মহিউদ্দিন এবং সংগীতায়োজন করেছেন এস আই টুটুল, সেতু চৌধুরী, অমিত মল্লিক। ছবিটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, এস আই টুটুল, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, অমিত মল্লিক, ফকির জহির উদ্দীন।
রিয়াজুল রাজুর ‘বাপাজানের বায়োস্কোপ’ ছাড়াও বাংলাদেশের আরো দুটি ছবি প্রদর্শিত হবে টরন্টো উৎসবে। তার মধ্যে একটি হচ্ছে শাহ আলম কিরণের 'একাত্তরের মা জননী' এবং অন্যটি আশরাফ শিশিরের 'গাড়িওয়ালা'।