আগামী ঈদে মুক্তি পাচ্ছে ‘দুই পৃথিবী’

অবশেষে শেষ হচ্ছে ‘দুই পৃথিবী’ চলচ্চিত্রের শুটিং। আজ মঙ্গলবার, ১২ মে, বসুন্ধরা সিটিতে একটি গানের শুটিংয়ের মাধ্যমে এই ছবির কাজ শেষ হচ্ছে। যেহেতু প্রতি মঙ্গলবার বসুন্ধরা সিটি বন্ধ থাকে তাই এই দিনটিকে বেছে নিয়েছেন পরিচালক এফ আই মানিক। আজ এই গানের দৃশ্যে অংশগ্রহণ করেন নায়ক শাকিব খান ও নায়িকা অহনা।
এর আগে গত ৭ মার্চ শেষ দৃশ্যের শুটিং শেষ হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ দুই বছর আটকে থাকার পর গতির সঞ্চার হয়েছে পরিচালক এফ আই মানিক পরিচালিত তারকাবহুল ছবি ‘দুই পৃথিবী’র। ২০১২ সালের মার্চে কাজ শুরু হলেও মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল ছবিটির কাজ।
এনটিভি অনলাইনকে পরিচালক এফ আই মানিক বলেন, ‘ছবিটি প্রযোজনা করছে সন্ধানী কথাচিত্র। সাময়িক সমস্যার কারণে প্রযোজক ছবির কাজ বন্ধ রেখেছিলেন। আবার যেহেতু এটা বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত নায়ক শাকিব খানসহ অনেক তারকাকে একসঙ্গে নিয়ে করা ছবি তাই সবার সঙ্গে শিডিউলও মেলাতে পারছিলাম না। একবার শিডিউল মিস হলে এত তারকাকে একসঙ্গে আনাটাও তো খুব সমস্যার। একজনকে পাওয়া যায় তো আরেকজনকে পাওয়া যায় না। এমন করেই চলে গেল দুই বছর! গত মার্চের প্রথম সপ্তাহে এর শেষ মারামারির দৃশ্য চিত্রায়ন হয়। আর আজ এই গানের দৃশ্য গ্রহণের মধ্য দিয়ে এই ছবির শুটিং শেষ হলো।’
পরিচালক এফ আই মানিক আরো বলেন, ‘আগামী রোজার ঈদকে সামনে রেখে আমরা ছবির কাজ শেষ করছি। এমন তারকাবহুল ছবি ঈদে মুক্তি না দিলে টাকা ওঠানো সম্ভব নয়। আর ঈদে দর্শকরা অপেক্ষায় থাকেন ভালো একটা ছবি দেখার। আমি বলতে চাই আগামী ঈদে দর্শক ভালো একটি ছবি দেখবেন।’