ধারাবাহিক নাটককে সুজানার ‘না’

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪০টির মতো বিজ্ঞাপনের মডেল হয়েছেন সুজানা জাফর। মডেলিং করে জনপ্রিয়তা পাওয়া এই তারকা অভিনয় করেও অনেক প্রশংসা কুড়িয়েছেন। প্রায় দুই বছর পর সম্প্রতি অমিতাভ রেজা পরিচালিত নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনে বিরতি দেওয়ার কারণ ও অন্যান্য কাজ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন সুজানা।
এনটিভি অনলাইন : দুই বছর পর বিজ্ঞাপনে ফিরলেন। নতুন বিজ্ঞাপনের কাজের অভিজ্ঞতা কেমন হলো?
সুজানা জাফর : দুই বছরের মধ্যে অনেক বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছি। কিন্তু কোনোটাই আমার পছন্দ হয়নি। দেখুন, আমি সব সময় বেছে বেছে কাজ করি। তাই সতর্ক থেকে কাজকে ‘হ্যাঁ’ বলি। অমিতাভ রেজা ভাই সব সময় দারুণ বিজ্ঞাপন নির্মাণ করেন। তাঁর সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এবার যে বিজ্ঞাপনটি করছি এটার কনসেপ্টটা দারুণ। একটা সয়াবিন তেলের বিজ্ঞাপন। এখানে একটা মিষ্টি গল্প আছে। আমি নতুন বউয়ের চরিত্রে অভিনয় করছি। আমার সহশিল্পী হিসেবে আছেন আশফাক নিপুণ। আশা করছি, দুই বছর পর দর্শক আমাকে ভালো একটি বিজ্ঞাপনে দেখতে পাবেন। কাজের অভিজ্ঞতা তো অবশ্যই ভালো।
এনটিভি অনলাইন : আপনি তো বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছিলেন। হঠাৎ করেই ধারাবাহিক নাটকে আপনাকে আর দেখা যাচ্ছে না। এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কি?
সুজানা জাফর : অভিনয় আমি এমনিতেই কম করি। তারপরও সাতটার বেশি ধারাবাহিক নাটকে আমি কাজ করেছি। এখন আর আগের মতো ধারাবাহিক নাটকে কাজ করার আগ্রহ পাই না। তাই আপাতত ধারাবাহিক নাটককে আমি ‘না’ বলব। এর কারণে ধারাবাহিক নাটকে প্রচুর সময় লাগে। শুটিং অনেক সময় ধরে করতে হয়। এতদিন ধরে একটা চরিত্রে ডুবে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আবার ধারাবাহিক নাটকের গল্পও অনেক পরিবর্তন হয়। শুরুতে একরকমভাবে থাকে, পরে সেটা বদলে দেন পরিচালক। তাই নিজের চরিত্র নিয়ে একটা ঝুঁকি থাকে। এসব কারণে ধারাবাহিক নাটক থেকে আপাতত বিরত থাকতে চাই। ভালো গল্প, চিত্রনাট্য ও কলাকুশলী পেলে একক নাটক নিয়মিত করব।
এনটিভি অনলাইন : শুনলাম দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন?
সুজানা জাফর : এখনো সবকিছু ঠিক হয়নি। দেশের বাইরে ঘুরতে, শপিং করতে আমার সব সময় ভালো লাগে। কিছুদিনের মধ্যে জানাতে পারব কোন দেশে যাচ্ছি। দেশের বাইরে যাওয়ার আগে নাটকের সব মিটিং শেষ করে যাব।