আমাদের ছবি মৌলিক নয় : আলিরাজ

আলিরাজ একসময় ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অতিপরিচিত মুখ। বর্তমান সময়ে তিনি বেশি পরিচিত চলচ্চিত্রের বড় পর্দায়। টেলিভিশনে আর কাজ করেন না বললেই চলে। গতকাল রোববার তাঁকে দেখা গেল ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির শুটিং স্পটে। ছবিটিতে নায়ক আরজুর বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। এ সময় এনটিভি অনলাইনের সঙ্গে তিনি কথা বলেন বাংলাদেশের চলচ্চিত্রের নানা দিক নিয়ে। এ দেশের ছবির মান নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন যে ছবি হচ্ছে তাকে কী বলা যায় আমি জানি না। শুধু গল্পের মানই নয় নির্মাণের দিক থেকে এগুলোকে চলচ্চিত্র বলা হলেও এগুলো আসলে বাণিজ্যিক ছবি নয়।’
আলিরাজ আরো বলেন, ‘বর্তমান সময়ে ছবির গল্প তৈরি হয় অন্য ছবি থেকে নকল করে। প্রথমে পরিচালক, প্রযোজক, স্ক্রিপ্ট রাইটার- এঁরা একসাথে বসে কয়েকটি ছবি দেখেন। সেখান থেকে তিনটি ছবির গল্প নিয়ে একটি গল্প তৈরি করে। এরপর অভিনেতা বাছাই করা হয়। এই ক্ষেত্রে পরিচালকরা আমাদের মতো মানুষদের সঙ্গে যোগাযোগ করেন। কারণ গ্রামের সাধারণ মানুষ আমাদের চেনে। সে কারণে আমাদের সঙ্গে প্রযোজকের চুক্তি হয়। এরপর ক্যামেরায় রেকর্ড। এখন তো রেড ক্যামেরায় শুটিং করলেই সিনেমা হয়ে যায়। ভালো গল্প লাগে না। কোনো রকম অ্যারেঞ্জমেন্ট লাগে না। আমাদের মতো কিছু পরিচিত মুখ হলেই হলো। অনেক সময় মন খারাপ হলেও পেশাগত কারণে কিছু বলতেও পারি না। কারণ আমাদের কাছ থেকে দিন হিসেবে শিডিউল নিয়ে নেয়। এর মধ্যে আমাদের দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করিয়ে নেয়। কোনোভাবে শট নিতে পারলেই হলো, এগুলোকে একসঙ্গে জোড়া লাগিয়ে দিলেই ছবি হয়ে যায়।’
আলিরাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছুদিন আগে আমাদের ছবি পাইরেসি হচ্ছে বলে অভিযোগ করা হতো। কিন্তু ইদানী এই অভিযোগ আর নেই বললেই চলে। এর মূল কারণ হচ্ছে সিডি ব্যবসায়ীরা এখন আর আমাদের ছবি সিডি করতে চায় না। বাংলাদেশের মানুষ টিভির কল্যাণে হিন্দি ভাষা বোঝে। যে কারণে শুধুমাত্র বাংলা ভাষা শোনার জন্য দুর্বল গল্প আর নির্মাণ দর্শক দেখতে চায় না। আরেকটি বিষয় হচ্ছে আমাদের ছবি তো মৌলিক নয়। অন্য ছবি থেকেই আমাদের ছবি বানানো হচ্ছে। ইদানীং সিডির বাজারও মন্দা। তাই পাইরেসি করা সিডিও চলে না।’
‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি সম্পর্কে আলিরাজ বলেন, ‘গল্পটা একটু অন্যরকম। আমাদের নিজেদের গল্পই মনে হবে। অনেক দিন পর একটি ছবিতে কাজ করছি, যেটা কোনো ছবির নকল নয়। আশা করি সবাই মিলে নিজের জায়গাতে সচেতন হলে আমাদের চলচ্চিত্র আবারও আগের জায়গায় ফিরে যাবে।’
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটির দ্বিতীয় পর্যায়ের শুটিং শেষ হয়েছে গতকাল ১০ মে। হোতাপাড়া ছাড়াও ছবিটির শুটিং হয় পুবাইলের বিভিন্ন জায়গায়।
গাজীপুরে হোতাপাড়ার খতিবখামার বাড়িতে এই শুটিং শুরু হয়। এদিন শুটিংয়ে অংশ নেন পরীমনি, আরজু, খলনায়ক ডন, মিশা সওদাগর, আলিরাজ, রেবেকা প্রমুখ।