ক্লাস নাইনে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম : শান্তা

জনপ্রিয় মডেল-উপস্থাপিকা শান্তা জাহান অভিনেত্রী হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এখন। সম্প্রতি এনটিভি অনলাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের স্বপ্ন ছাড়াও অনেক বিষয়ে কথা বলেছেন শান্তা।
এনটিভি অনলাইন : শুনেছি, উপস্থাপনা শুরু করার আগে আপনি সংবাদ পাঠিকা হতে চেয়েছিলেন?
শান্তা : আমি ক্যারিয়ারের শুরুতে এমনটাই ভেবেছিলাম। বন্ধুরা বলত, ‘শান্তা, তুই সুন্দর করে কথা বলতে পারিস, তাই তোর সংবাদ পাঠিকা হওয়াই ভালো।’ চার বছর আগে আমি সংবাদ পাঠিকা হওয়ার প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই উপস্থাপনার জন্য অডিশন দেওয়ার সুযোগ হয়। একদিন আমি পান্থপথের বসুন্ধরা মার্কেটে ঘোরার সময় দেখলাম, চ্যানেল নাইনের কিছু লোকজন নতুন উপস্থাপক খোঁজার সন্ধান করছেন। তাঁদের কাছে উপস্থাপনার অডিশন দেওয়ার জন্য ফরমও ছিল। সেদিন কোনো কিছু চিন্তা না করেই আমি একটা ফরম ফিলআপ করে জমা দিই। এর পরদিনই অডিশনের জন্য আমার কল আসে। আমি ভালোভাবে অডিশন দিই এবং নির্বাচিত হই। এর পরের ঘটনা তো সবার জানা। টানা কয়েক বছর আমি তো শুধু উপস্থাপনা নিয়েই ব্যস্ত ছিলাম।
এনটিভি অনলাইন : অভিনয়ের প্রস্তাব কি একটু দেরিতে পেয়েছিলেন?
শান্তা : না, একদম নয়। ক্লাস নাইনে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। ছোটবেলায় আমার চুল অনেক লম্বা ও সুন্দর ছিল। তেলের বিজ্ঞাপন করারও প্রস্তাব এসেছিল। কিন্তু তখন অনেক ছোট ছিলাম, বুঝতে পারিনি। আর উপস্থাপনা শুরু করার পর শুধু এটা নিয়েই ব্যস্ত থাকতে চেয়েছি। নিজেকে শুধু উপস্থাপক হিসেবে ভালোভাবে গড়ে তুলতে চেয়েছিলাম। এ কারণে অনেক পরে মডেলিং ও অভিনয় শুরু করি।
এনটিভি অনলাইন : মাবরুর রশিদ বান্নাহ্ পরিচালিত ‘নাইন অ্যান্ড হাফ’ নাটকে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন আপনি। এ প্রসঙ্গে কিছু বলুন।
শান্তা : আমি বান্নাহর কাছে কৃতজ্ঞ। কারণ, এই নাটকের মাধ্যমে অনেক দর্শক আমাকে নতুনভাবে খুঁজে পেয়েছেন। আমি অভিনয়কে ভালোবাসতে শিখেছি। বাসা থেকে বের হলেই এই নাটকের সাড়া পাই। নাটকে ‘শান্তা মিস’ চরিত্রটি আমার নিজেরও অনেক প্রিয়। নাটকে শিক্ষিকা হিসেবে আমি যেমন জনপ্রিয়তা পেয়েছি, তেমনি বাস্তবেও শিক্ষিকা হিসেবে একসময় আমি জনপ্রিয় ছিলাম। মানে, আমার একটা কোচিং সেন্টারে শিক্ষকতা করার অভিজ্ঞতা আছে। বিকাশের বিজ্ঞাপনের মডেল হওয়াটাও আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। বাংলাদেশের সব জায়গায় আমার পোস্টার হয়েছিল। বিলবোর্ডও হয়েছিল অনেক। এখন নাটকে হাসির দৃশ্যে অভিনয় করতে হলে পরিচালকরা প্রথমেই বলেন, ‘শান্তা আপা, ওই বিকাশের হাসিটা দেন না!’
এনটিভি অনলাইন : সিনেমায় অভিনয় করার ইচ্ছে কি আছে?
শান্তা : অবশ্যই আছে। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব এখনো পাচ্ছি। তবে আমি বুঝেশুনে চলচ্চিত্রে অভিনয় করতে চাই। মোস্তফা সরয়ার ফারুকী, গাজী রাকায়েত, অমিতাভ রেজার মতো পরিচালকদের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে। বলতে পারেন, চলচ্চিত্রে অভিনয় করা আমার স্বপ্ন। তাই ভালো কিছুর জন্য অপেক্ষা করছি।