ওমর সানী-মৌসুমীর ‘ভালোবাসার ২০ বছর’

কিছুদিন আগেই ওমর সানী-মৌসুমীর দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। আর এই দীর্ঘ দাম্পত্য জীবনকে ভিত্তি করে চিত্রনাট্য লিখে সেটিকে টেলিফিল্মে রূপ দিচ্ছেন নির্মাতা ইউসুফ চৌধুরী। টেলিফিল্মের নাম ‘ভালোবাসার ২০ বছর’। যদিও হুবহু তাঁদের জীবনের কাহিনী বলা হবে না এই টেলিফিল্মে, তবে ২০ বছর দাম্পত্য জীবনের উদযাপনটি তুলে ধরা হবে এই কাজে। আজ বৃহস্পতিবার, ৭ মে, রাজধানীর হাতির ঝিলের পাশে প্রিয়াংকা শুটিং হাউসে গিয়ে দেখা গেল, টেলিফিল্মটির শুটিং চলছে।
শুটিংয়ের ফাঁকে নির্মাতা ইউসুফ চৌধুরী বলেন, ‘ওমর সানী ভাই ও মৌসুমী আপার দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগেই। তখনই আমার মনে হয়েছে এই ২০ বছর নিয়ে একটি টেলিফিল্ম বানাব। তাঁদের নিয়ে কাজ করতে যেহেতু খরচ একটু বেশি, তাই ভাবলাম এটা ঈদের সময় বানালে টিভি চ্যানেলে চালাতে পারব। তবে কোন চ্যানেলে চালাব তা এখনো বলতে পারছি না। আগমীকাল শুক্রবার আমাদের শুটিং শেষ হবে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে বলতে পারব কোন টিভিতে প্রচার হবে কাজটি। তারকা দম্পতিকে নিয়ে সাজানো প্রেমের এই টেলিফিল্ম দর্শকদের ভালো লাগবে’।
কাজটি সম্পর্কে নায়িকা মৌসুমী বলেন, ‘এই টেলিফিল্মে আমি একজন চিত্রশিল্পী। ছবি আঁকাটা আমার কাছে নেশার মতো। গল্পে দেখা যাবে, আমার স্বামী ওমর সানী অনেক বড় ব্যবসায়ী। সারাক্ষণ বিজনেস নিয়ে পড়ে থাকে। আর আমি ছবি এঁকে সময় পার করি। এমন সময় আমার এক কাজিন বিদেশ থেকে দেশে আসে। সে শুধু আমার কাজিনই নয়, সে আমার ভালো বন্ধুও। সে আসার পরে আমার সময়টা খুব ভালো যাচ্ছে। কিন্তু ওমর সানী বিষয়টি নিয়ে সন্দেহ করে। এভাবেই এগিয়ে যায় গল্প।’
নায়ক ওমর সানী বলেন, ‘এই টেলিফিল্মে আমি একজন ব্যবসায়ী। আর এই কারণে সংসারে সময় দিতে পারি না। এটি নিয়ে মৌসুমী সব সময় আমার সাথে মন খারাপ করে থাকে। এভাবেই পার হয় জীবনের অনেকটা সময়। কিন্তু হঠাৎ করে মৌসুমীর এক কাজিনকে নিয়ে আমি সন্দেহ করতে থাকি। মৌসুমীর ওপর আমার রাগ হয়। আমিও উল্টো প্রতিশোধ নেওয়ার কথা ভাবি। একদিন মৌসুমী ও তার কাজিন আমার অফিসে আসে। আর ওরা এসে দেখে, আমি এক নারী সহকর্মীর সঙ্গে হাসাহাসি করছি। পুরো বিষয়টাই সাজানো। ওরা যে আমার অফিসে আসবে সেটা আমি আগে থেকেই জানতাম। আমাকে ওই রকম অবস্থায় দেখে মৌসুমীও আমাকে সন্দেহ করতে শুরু করে। এমনই এক মজার গল্প নিয়ে নির্মিত হচ্ছে টেলিফিল্মটি। গল্পটা শুনেই আমাদের ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’