বাপ্পীর তিন নায়িকা

মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ‘বাজে ছেলে : দ্য লোফার’ ছবিতে এক নায়কের বিপরীতে নায়িকা থাকছেন তিনজন। এমনিতেই বাংলাদেশে নায়িকা সংকট, তার ওপর এক ছবিতে তিন নায়িকা। পরিচালক হন্যে হয়ে নায়িকা খুঁজে বেড়াচ্ছেন সব জায়গায়। এই তিন নায়িকার মধ্যে দুই নায়িকা নিশ্চিত হয়েছে। এঁরা হলেন বিপাশা কবির ও দীপালি তানিয়া।
তিন নায়িকার বিপরীতে অভিনয় করবেন বাপ্পী। নতুন নায়িকাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনেক নতুনের সাথে কাজ করতে চাই। একসময় আমিও নতুন ছিলাম। একসময় সবাই নতুন থাকে। যারা আমার সাথে কাজ করেনি, তাদের সবার সাথেই আমি কাজ করব। চলচ্চিত্রে এখন যত সংকট চলছে, তার একটি শিল্পী সংকট। আমার মতো যারা কাজ করছে, তাদের প্রতি আমার প্রত্যাশা তারাও নতুনদের নিয়ে কাজ করলে একসময় এই শিল্পী সংকট কেটে যাবে।’
নায়িকা বিপাশা কবির বলেন, ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে বাপ্পী, মাহি, আমি আমরা একসঙ্গে এই মাধ্যমে এসেছি। দ্বিতীয় ছবিতেই বাপ্পির সঙ্গে আমার অভিনয় করার কথা ছিল কিন্তু অনেক কারণেই হয়নি। দীর্ঘ তিন বছর পর অবশেষে বাপ্পির সঙ্গে কাজ শুরু করছি। আর নায়িকা হিসেবে এরই মধ্যে নায়ক শাহ রিয়াজের সাথে তিন ছবিতে কাজ করছি। আমারও মনে হয়েছিল একটু পরিবর্তন দরকার। আর বাপ্পির সঙ্গে নায়িকা হয়ে কাজ না করলেও, একই ছবিতে আমরা কাজ করেছি অনেকগুলো। আমাদের বোঝাপড়াটা অনেক ভালো।’
কারো সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করতে চান কি না, এমন প্রশ্নের জবাবে বিপাশা কবির বলেন, ‘নির্দিষ্ট কারো সাথে জুটি বেঁধে কাজ করতে চাই না। আমি যতটুকু পথ হেঁটেছি পুরোটাই একা। সব নায়কের সাথেই কাজ করতে চাই। বাপ্পি-মাহি জুটি দর্শক পছন্দ করেছিল, তারপরও বাপ্পি অনেকের সাথে কাজ করেছেন। দর্শক যার সাথে চাইবে আমি তার সাথেই কাজ করতে চাই।’
‘বাজে ছেলে : দ্য লোফার’ ছবিতে সেই অর্থে কোনো জুটি নেই। যেহেতু নায়ক একজন আর নায়িকা তিনজন। এই ছবির জন্য দুই নায়িকা পাওয়া গেলেও, বাপ্পির তৃতীয় নায়িকা কে হবেন সেটা নিয়েই এখন চলছে জল্পনা-কল্পনা।