মাহীর সেলফি প্রীতি

মাহিয়া মাহী ঢালিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা। ফেসবুকে তাঁর পুরো নাম শারমিন আক্তার নীপা মাহী। চলচ্চিত্রের রুপালি পর্দার বাইরে মাহী সাদাসিধে জীবনযাপন করতে পছন্দ করেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোনো মেকাপ ছাড়া সেলফি তোলেন তিনি। আর সেই ছবি তিনি প্রতিদিন পোস্ট করেন ফেসবুকে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যায় একদম নিয়ম করে সেলফি তোলেন মাহী। ফেসবুক প্রোফাইলেও তাই কিছুক্ষণ পর পরই মাহীকে দেখা যায় নানা ভঙ্গিতে।
কেন এত সেলফি? এমন প্রশ্ন শুনে মাহী বলেন, ‘আমার সেলফি তুলতে অনেক ভালো লাগে। আমি আমার নিজের ভুবনে উড়তে আরাম পাই। বলতে পারেন একাকিত্বও আমি অনেক উপভোগ করি।’
শুধু একা নয়, বন্ধুবান্ধব, মা-বাবা, আত্মীয়স্বজন সবার সঙ্গে সেলফি তুলতে পছন্দ করেন ২১ বছর বয়সী ঢালিউডের এই তারকা।
এদিকে ১ মে মুক্তি পেয়েছে সাফি উদ্দিন সাফি পরিচালিত মাহী-শুভ জুটির দ্বিতীয় ছবি ‘ওয়ার্নিং’। বর্তমানে ‘অগ্নি ২’ ছবির শুটিংয়ের জন্য ভারতে অবস্থান করছেন মাহী। ঢাকায় ফিরবেন আগামী ৫ মে। ছবি মুক্তির পর বেশ চিন্তায় আছেন তিনি।
ভক্তদের উদ্দেশে ফেসবুকে ‘টেনশন’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা। ‘ওয়ার্নিং’ ছবিতে দ্বিতীয়বারের মতো সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন মাহী।