বাপ্পারাজের ‘তার ছেঁড়া’

ছবির নাম ‘তার ছেঁড়া’, বানাচ্ছেন বাপ্পারাজ। ছবির কাজ শুরু হবে নভেম্বর মাসে। চিত্রনাট্য লিখছেন ছটকু আহমেদ। এই ছবিতে অভিনয় করবেন বাপ্পারাজ, সম্রাট ও অরুণা বিশ্বাস। ছবিতে বাপ্পারাজ ও সম্রাটের বিপরীতে দুজন নতুন নায়িকা দেখা যাবে বলে জানিয়েছেন ছবির নায়ক ও পরিচালক বাপ্পারাজ। ছবিটি প্রযোজনা করবে রাজলক্ষ্মী প্রোডাকশন।
বাপ্পারাজ বলেন, ‘এখন ছবির চিত্রনাট্য গুছানোর কাজ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দিতে পারব।’
ছবিটি সম্পর্কে নায়ক সম্রাট বলেন, ‘চিত্রনাট্যের কাজ এখনো শেষ হয়নি বলে ছবিটি আমরা শুরু করতে পারছি না। এরই মধ্যে ছটকু আহমেদ একবার চিত্রনাট্য লিখে শেষ করে এনেছিলেন কিন্তু আব্বা (নায়করাজ রাজ্জাক) কিছু কারেকশন দিয়েছেন। এখন সেভাবেই কাজটি করা হচ্ছে। আর এই ছবির গল্প গুছানোর কাজটি তদারক করছেন আব্বা নিজেই। আশা করছি, নভেম্বর মাসের ভেতরেই ছবির কাজ শুরু করতে পারব।’
পরিচালক বাপ্পারাজ বলেন, ‘এই ছবিতে দুই ভাইয়ের গল্প থাকবে। রোমান্টিক-অ্যাকশন প্রেক্ষাপট নিয়ে নির্মিত হবে ছবিটি। এর আগের ছবিতে পুলিশের জীবনের অনেক গল্পই তুলে এনেছি। আর এই ছবিতে দুই ভাইয়ের একটি পরিবার এবং বাস্তব কিছু ঘটনা তুলে আনব ছবির গল্পে। দর্শক ভিন্ন ধরনের একটি ফ্লেভার পাবে ছবিতে।’
গত ৬ মার্চ সারা দেশে মুক্তি পেয়েছিল চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত চলচ্চিত্র ‘কার্তুজ’। এটি তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। ‘তার ছেঁড়া’ ছবিটি তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি হতে যাচ্ছে।