বাপ্পী-আঁচলের ‘এপার-ওপার’ শুরু

গাজীপুরের হোতাপাড়ায় খতিব খামারবাড়িতে দেলোয়ার জাহান ঝন্টুর নতুন ছবি ‘এপার ওপার’-এর শুটিং শুরু হয়েছে। ছবিতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী ও আঁচল। গত ২৫ মার্চ ঢাকার মগবাজারে অবস্থিত শ্রুতি স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির কাজ শুরু হয়। এই ছবির গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী পূজা।
পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমি সব সময় গল্পনির্ভর ছবি করে থাকি। এই ছবিও সুন্দর একটি গল্পের। এতে মূল ভূমিকায় থাকছে বাপ্পী ও আঁচল। ওরা দুজনই একটি গ্রামের বাসিন্দা, নদীর দুই পাড়ে তাদের বাড়ি। গ্রামের সাধারণ মানুষের জীবনে কিছু চড়াই-উতরাই থাকে, যা আমার এই ছবির মাধ্যমে তুলে আনতে চেষ্টা করব। গ্রামের এই সাধারণ ছেলেমেয়ের ভূমিকায় বাপ্পী-আঁচল ভালো করবে বলে আমি বিশ্বাস করি। আজ থেকে আমরা ছবির শুটিং শুরু করলাম। খতিব খামারবাড়িতে আমরা শুটিং করব আগামী ১০ মে পর্যন্ত। আমার সব ছবির মতো এই ছবিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে বলে আশা করি।’
নতুন ছবি নিয়ে নায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু অনেক বড় মাপের পরিচালক। উনার সঙ্গে কাজ করে অনেক ভালো কিছু শিখতে পারব। গ্রামের ছেলের ভূমিকায় এর আগেও আমি কাজ করেছি। এ ছাড়া আমি লম্বা একটা সময় গ্রামে কাটিয়েছি। গ্রামের মানুষের অনুভূতি নিয়ে আমার কিছুটা ধারণা আছে। এ কারণে গ্রামের ছেলের ভূমিকায় অভিনয় করতে ভালো লাগে।’
ছবির শুটিং সম্পর্কে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘দেশে বর্তমানে যত ছবি হয়, তার অধিকাংশ নকল গল্প দিয়ে তৈরি। এ কারণে দিন দিন আমরা দর্শক হারাচ্ছি। আমাদের দেশের গল্প নিয়ে যদি আমরা ছবি বানাই, তাহলে দর্শকপ্রিয়তা পাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি।’